হারিয়ে যেত ছোট বেলা ,কড়ি খেলার মাঝে.
খোলা মাঠে ঘুড়ি ওড়ানো,স্কুল ছুটির  ফাঁকে,
দলবেঁধে খাই- দই,লুকোচুরীর মজা !!!
পুলিশ এসে ধরলো বুঝি,চোর  হওয়ার সাজা,
পুকুর জলে এপার- ওপার,সাঁতারেতে বেলা.."
দৌড় ঝাঁপে সীতা চুরি,আরও মজার খেলা,
এখন শুধুই ভাবায়,আম কুড়োনোর স্মৃতি,,**
পাতায় মোড়া ঘড়ি,আর কলাপাতার বাঁশি,
কানামাছির বাঁধন বাঁধা ছোঁ মারলো মাছি,
মোরোগ লড়াই' এর জেতার মজা ধরতাম কত বাজি!
বাবার শাসন,মায়ের স্নেহ,বন্ধুর সাথে আড়ি,
হারিয়ে গেছে সে সব এখন,আবছা স্মৃতির  সারি !!