হে ,
      শিক্ষিত সমাজ ,বিচিত্র তোমার মহিমা ,
সংস্কৃতি  দিচ্ছ  মাড়িয়ে ...!
যে দিকে তাকাই ,অস্তিত্ব নাই,
শিষ্টাচার যাচ্ছে  ছাড়িয়ে !
ড্যান্স  হাঙ্গামায় নাচায় নর্তকী,
চক্ষু লজ্জা হারিয়ে !
একই আসরে পিতা -পুত্র ,
লুটছে মজা  তারিয়ে ...!
খুদের উপর খোদকারি ,
D.J সুরের বাহাদুরি ,
সুর ছন্দ গেছে হারিয়ে !
সমাজের তরে বেঁচে নেই মোরা,
মদেতে মুখ বন্ধ ,
বিবেক হারিয়ে ,বিলাস ব্যসনে ,
হবো কি সবাই অন্ধ ?
    নমস্কার ,,,,,,,,,,,!!!!!!!!!!!