সূর্য্য মামা দিচ্ছে  ডুব,
নীল দিগন্তের কোলে।
তোমায় শুধু পড়ছে মনে
যাইনি বন্ধু ভুলে।
সাঁঝের বেলায় সন্ধ্যা প্রদীপ
সন্ধ্যের  নতুন রূপ
তোমার  যদি পাইগো দেখা
ভরাবো আমার বুক !!,,
হাসির ছড়া-ছড়ি ,
বন্ধুর বাড়া-বাড়ি !
বেসুরে নাচি-নাচি,
কখনও কানামাছি !
পুকুরে ঝাঁপ ,কলাপাতার বাঁশি
লুটিয়ে আনা ফল ,
স্বপ্ন রাশি রাশি !!
ভাগের হিসেবে আড়ি শুধু আড়ি,
হাতে লাটিম  আকাশেতে ঘুড়ি !
স্মৃতি শুধু কাঁদায় আজও....
"ছেলে বেলা "  হয়েছে চুরি !
ছোট্ট বেলার দিন গুলি আজ
হারিয়ে গেছে ওই কূলে,
মনটা তাই হারিয়ে যায়
বন্ধুত্বের স্মৃতির আড়ালে !!!