মৃত্যু ঘন্টা
রামপ্রসাদ (হলুদ ঘাস)
ব্যস্ততায় ধুঁকছে পল্লী গ্রাম,
ধুঁকছে শহর তলি,
বাঁচার স্বপ্ন উঁকি মারে জানালায়,
ঝলসায় ফুলের কলি!
চঞ্চল মেঘ বিনিদ্র জাগে
ভাটায় পড়েছে টান,
খেলেনা হাসি নদীর কুলে
ভুলেছে বাউলে গান!
ক্রন্দনে ভাঙে ঘুমের রেশ
শুধু বেঁচে থাকার উৎকণ্ঠা!
হয়তো এবার আমার সময়
বাজবে মৃত্যু ঘন্টা !
মিছে অহঙ্কার হবে ছারখার
ক্ষনিকের জীবন পাওয়া!
হিংসা বিদ্বেষ স্বার্থের আবেশ,
পলকে ফুরিয়ে যাওয়া !
অতীত ভবিষ্যৎ সুদূরের ভাবনা
অস্ত ঘরের কোণে !
বর্তমানতো বন্দি দশা অসহায়
আজ মৃত্যুর জাল বোনে !
বন্দি টিয়া গাইতো গান
প্রভুত্বে পোষা কুকুর !
ওরাই আজ পেয়েছে স্বাধীন  
খেলছে সকাল দুপুর !
বিদ্রুপ হাসি হাসছে প্রকৃতি
গর্জায় মেঘ আকাশে!
মানব ছোবলে মরছে মানব
দূষণ ভরেছে বাতাসে !