আমরা প্রবীণ ,দিয়েছি স্বাধীন,
নেই  কোনো বেড়াজাল !
আমরা শুধু কর্তব্যের তরে,
হারাচ্ছি  সৃষ্টাচার !
বোধগম্ম,আচার-বিচার  ,
হারিয়েছে,,,,,,,,,,  প্রণাম****
সব কিছুই হাঁটুর  উপর..
এটাই তার মান !!!
আমরা প্রবীণ,দিয়েছি স্বাধীন,
শুধুই রক্তের টান !
বাবা-মা তো বন্ধু হয়েছেন ,
বর্তমানের শিক্ষা...!
গাড়ি,মোবাইল সব হাতের  মুঠোয়  
প্রাণ হারানোর দীক্ষা  !!!!!
নেশায় দ্রব্যে সংগবদ্ধাতা
অকালে হারাচ্ছি প্রাণ
আমরা নবীন,পেয়েছি  স্বাধীন
পৃথিবী হাতের মুঠোয়..
বাবার স্বার্থে  সবই করি...
বাদবাকি ফেইসবুক আর টুইটর!
নেতারা লুটছে মজা,নবীনরা ধরছে ধ্বজা
সংঘে দিচ্ছে অনুদান !
আমরা  নবীন ,পেয়েছি স্বাধীন
ছিঁড়েছি বেড়াজাল ...
সব কিছুই নিমিও মাত্র
ভুগাচ্ছে আধুনিকত্ব,
            মেলাতে তাল !!!!!