মাটিতে মায়ের মূর্তি,গড়ে জন্ম ভিটা,
প্রথমে চলতে শেখা প্রথম শুরু হাঁটা !
তৈরি হয় হাড়ি-কুড়ি মাটির প্রদীপ,
সৃজনে সোনার ফসল আর বৃক্ষাদি!
মাটি পুড়িয়ে অট্টালিকা,মাটি আমার মা,
মাটি খুঁড়ে পূর্ণ দীঘি ,কয়লায় সোনা !
বুক ফেটে পাই জল,জলই জীবন,
খেলে শিশু,মাখে ধুলো মাতে এ ভুবন !
রাখতে ভূমির মান শত তরুনের প্রাণ,
স্মৃতি আছে এই ভূমি শহিদের মান !
তিনভাগ জল আর জলে ঘেরা ভূমি ,
থর থর কাঁদে ভূমি কান পেতে শুনি !