দুই আছে বলে একের কদর ,
হয়না শুরু শূন্যে ,
সাধনায় হয়না সাধু,
পরিচয় তাঁর গুনে ....!
রাত আছে বলে দিনের কদর
হারের জন্যে জিত ,
জীবন আছে তাই জলই জীবন,
হৃদয়ে আসে প্রীতি !
সবুজের হাসি ধরিত্রীর মাটিতে
বৃক্ষে পাখির নীড়,
ভালোবাসায় ফোটে ফুলের অহংকার,
গর্বে নোয়াই শির !
গানই বোঝায় সুরের কদর
ভোলায় বাঁশির সুর !
চাঁদের আলোয় হাসে শিশু
মাতৃ স্নেহে ভরে বুক!