পরিস্ফুটন
        রামপ্রসাদ (হলুদ ঘাস)
অঘোরে ঘুমিয়ে বিবেক,চেতনা যাচ্ছে  ক্ষয়ে ক্ষয়ে ,
স্বাধীনতা আজ হারাচ্ছে লুঠের ঘায়ে!সততা বিক্রি হচ্ছে খোলা বাজারে !অসহায় বোধ নিষ্পলক দেখে চেয়ে চেয়ে !


পরিবর্তনের ছোঁয়াচে আঁচ বোকা বাক্সে ধারাবাহিকে, প্রতিবেদন আর বক্তৃতার আস্ফালনে  !
কদর পুঁথিগত শিক্ষার ,সু-শিক্ষা কাগজে তৈরি নোটের ছাউনিতে বিকলাঙ্গ,জীবনের লক্ষ্য গ্যালিলিওর মতোই অন্ধকারে বন্দি !


বিলাস অন্দর মহল থেকে সোজা রাজপথে , সমাজের নগ্নতার সম্ভ্রম চিত্র ঢাকছে বিলাসিতা !যুব সমাজ পরিবর্তনের নাগর দোলায় ,টলমল পায়ে রক্ত জবা বিনিদ্র চক্ষু ,রঙ্গিন জলে ডুবছে ভবিষ্যৎ প্রজন্ম !


মনুষ্যত্ব নীতি আদর্শ পদদলিত ,লাশের সিংহাসনে বসা শকুনের রাজত্ব ! হাহাকার মাতৃকোলে ,লুণ্ঠিত নারী আজ সীতা- সাবিত্রীর দেশে !