হরির ধ্বনিতে ভাঙলো ঘুম,
ধোঁয়ায় ভরলো সকাল !
চোখের জলে ভাঙছে হৃদয়
সম্পর্ক শুধুই কাঁদায় !
জন্ম ,মৃত্যু ,বিবাহ .....
তিন বিধাতার লিখন ,
প্রকাশ্যে হচ্ছে মানুষ বলি
কে বদলিয়েছে নিয়ম ?
একক ক্ষমতা কি গণতন্ত্র ?
আপন স্বার্থই  মূলকথা,
বাক স্বাধীনতা ফুরিয়ে তাই
লাশের সিংহাসনে বসা!
প্রতিবাদ তো সংশোধনাগারে,
রেলের পাতে কাটা !
জন্মালে মরতে হবে
ঘুরছে ভাগ্যের চাকা !!
মানুষ হয়ে মানুষ খুন ,
চৌদ্দ কলায় পূর্ণ ,
অহংকারই  পতনের কারণ
হবেই চূর্ণ- বিচূর্ণ ...!!!!