বিষন্ন চোখ,ক্লান্ত দেহ
ক্ষুদার্থ পরিবার গোনে প্রহর !
বাবুদের ক্ষুধার নেশা,
ওই নেশাই আমার পেশা ..!
ঘৃণ্যতা এই জীবন..?
আজ আমি সমাজের পতিতা,
সুখ- দুঃখ আর মনের ব্যথা,
নিশীথে যায় হারিয়ে....!
অল্পতে দিয়েছি নারীর বর্ননা,
সংসারের দারিদ্র্য,আজ নারী পণ্য !
বাবুদের মন রাখা ,সমাজ নাকি ধন্য .
আমি নারী,আমি মা,আমিই সৃষ্টি..