গ্রাম শহরে  পড়েছে সাড়া ,
পড়বে কবে ঢাকের কড়া !
পুজো প্যান্ডেল আর নতুন কিছু,
থাকবে না জাতিভেদ ,আর উঁচু নিচু !
মা আসবেন অসুর নিধনে,
ব্যস্ত ব্রiহ্মন মন্ত্র উচ্চারণে !
নতুন পোশাক ,নতুন বন্ধুত্ব
............আর আলোর সারি
স্বপ্ন সবার পূরণ হবে....
সাজো তাড়াতাড়ি।