লালসার আগুনে পুড়িয়ে দেহ
ঝরছে রাতের শিউলি,
মুচকি হেসে নীরবে কাঁদে
জ্বলছে রাতের অঞ্জলী!


হৃদয়ের ব্যথা আধাঁরে ঢাকা
কেটে যায় কত নিশি,
তীরের ক্ষত,যন্ত্রণা অবিরত
গাঁথা মালা হলো বাসি!


কামনার নেশায়,আসে কত বাবু
ক্ষনিকের আঁশ মেটাতে,
আসেনা কেউ মনের মানুষ
ভালোবাসার হুল ফোঁটাতে!


চোখের কাজল ভিজে জানালায়
মরিচা ধরে ঠোঁটে ,
বৈশাখী ঝড়ে এলোমেলো কেশ√√
সমাজের পতিতা সেজে!


সভ্য সমাজ মুখোশের আড়ালে
নারীকে করে ভোগ্য,
হারায় স্বপ্ন রাতের চৌঘরে
গঙ্গা স্নানে শুদ্ধ !


বদলায় হাত ... নারী কেনা-বেচা
পতিতা সমাজের ঘৃণ্য,
জননী গড়নে বেশ্যার মাটি
সভ্য সমাজ নাকি ধন্য!