রূপে হারায় মন
- রামপ্রসাদ (হলুদ ঘাস )
সকালের তরুলতা বলে যায় একা একা
আকাশে মেঘ ভরায়ে,
নেই কোনো ভাবনা মেলে দিয়ে পাখনা,
আঁধার দিল ছড়ায়ে !
হাঁকে সোনা ব্যাঙ ঘ্যাঙর্  ঘ্যাঙর্ ঘ্যাঙ
স্বস্তি আনে প্রাণে !
নিজেরে ভোলায় হিমেল হওয়ায়
ঝলসানো ঘাসফুল,
চুপি চুপি আনমনে !
নীড়ে বসে ছোট পাখি অবিরত ডাকাডাকি,
সাদা বকের ঝাঁক,
শালিকের খোঁচায় আপন প্রাণ বাঁচায়
চঞ্চল ঝাড়ুদার কাক !
গর্জায় মেঘ বৃষ্টির রেস ব্যস্ততায় গৃহবধূ,
বাতাসে আঁচল ওড়ে,
উঠোনের ওই দোলনায়  কাঁদে শিশু কন্যায়
বৃষ্টি আছড়ে পড়ে!
গৃহ পশুর হাক ডাক ছোটদের চিৎকার,
আমার বাংলার রূপ !
ফিরে ফিরে আসে যেন এই বাংলায় ,
ভরাতে আমার বুক !