সেই চেনা হাঁক ডাক
      রামপ্রসাদ(হলুদ ঘাস)
সকালের ভোরে, হাঁক বারে বারে
আছে গো..... খেজুরের রস,
কুয়াশার ভোরে ,উল্লাসের স্বরে
হরষে ছোটে অবুঝ মনের দল !


মো মো রসের গন্ধে, মধুকরের ছন্দে
সারি সারি পিঁপড়ার কোলাহল!
ছোট পাখি টুনটুনি, কুয়াশায় জালবুনি
সোনার আলোয় মুক্তোর ঝলমল!


আছে এক দেশ, জয়নগরের সন্দেশ
আসে ফেরি, আসে বারো মাসে,
ভরা দুপুরে ,আহা সুস্বাদু আহারে
বেতের ঝুড়ির সাজে !


পড়ন্ত বিকেলে দইওয়ালা হাঁক তোলে
টক -মিষ্টি ........দই-ঘোলে,
বারো আনায় গ্লাস পুরে,সবে খায় প্রাণ ভরে
হারালো হাঁক ডাক সন্ধ্যের আঁচলে!