আমরা মানুষ, শ্রেষ্ট জীব গর্বে হৃদয় ভরে ,
আছে মনুষ্যত্ব,আছে উদারতা,পতন অহংকারে !
জানবে দেশ,দশের এক,জানবে জনে জনে !
স্মৃতি হয়ে থাকবে কীর্তি,ওই মানুষের প্রাণে ,
যেমন গাছের তেমনি ফল,ফলেই বৃক্ষের পরিচয় ,
চড়ুই পাখির কিচির মিচির ময়না কথা কয় !
ফুলতো অনেক ফোটে,ভোলায় রূপ ও সুগন্ধে .
সব ফুল পায়না ঠাঁই দেবতার অঞ্জলিতে !
গৃহপালিত আছে শত, প্রভু ভক্তে কুকুর,
নিত্যে মজে মন ঝুম ঝুম পায়ের ওই নুপুর!
মিট মিট তারা জ্বলে নীল আকাশের বুকে,
সূর্যের আলোয় আলোকিত চাঁদ মামা ওঠে!
ছয় ছয় আসে ঋতু ,আসে বারো মাসে,
ঋতু রাজ্ বসন্ত ফুলে ফুলে সাজে!
চাঁদের টানে জোয়ার ভাটা,কুল ভাঙে নদী.
ঈশ্বর বিরাজমান যুগে যুগে এ চির সত্যি ..!!!