স্বপ্নের বুকে বাঁধি ঘর,কেউ  গড়ে স্বপ্ন নীড়,
গড়ে দ্বীপ মাঝ নদে, ক্ষয়ে যায় নদীর তীর।
স্বপ্ন দেখে দেখে কেটে গেছে কত রাত,
বন্ধু পেয়েছি হাজারো, মেলেনি বন্ধুত্বের হাত।


ডানামেলে উড়ে যায় ভাঙ্গে সুখের পিরিতি,
প্রকৃত বন্ধু সুখে-দুঃখে এটাই মনুষ্য রীতি!
অসীমা'র স্মৃতি'র পটে চঞ্চল চৈতালি রূপে,
উত্তম মনে সোনালী রঙে ছড়াইল সম্মুখে।


আকাশের কোলে মায়াবিরূপ বহিছে বিষাক্ত বায়ু,
সৃষ্টির  মাঝে মানব সভ্যতার কমছে পরমায়ু।
তবুও  বেঁচে থাকার চেতনার সহস্র সংগ্রামে,
অন্ধকারকে কিনেছে আলো সুখের অল্প দামে।


অন্নের হাহাকার আজি মারণ রোগের রোষে,
ক্লান্ত পৃথিবী ধুঁকছে মানব আপন কর্ম দোষে।
লড়বো সবাই সচেতন হয়ে নিয়মের বদ্ধ শিকলে,
মানুষ হয়ে থাকবো পাশে মানুষেরই মঙ্গলে।


শুধু কথার কথা নয় হাতে হাত রাখো করো অঙ্গীকার ,
আবার জন্ম হোক মনুষের মাঝে মানবিক অধিকার।
ফিরে আসুক,,,, ধর্মে নয়,বর্ণে নয় মানুষের ভালো বাসায়।
ঘুমন্ত পৃথিবী উঠুক জেগে সবুজের শাখায় শাখায়।