একঝাঁক ঝাড়ুদার,
কর্কশ চিৎকার !
একে একে ঠোঁটে ধরে,
ফেলে আসা জঞ্জাল !
কুহু  সুরে মন ভরে,
বসন্ত এলো ফিরে !
ঋতু রাজা দিল উপহার !!
গুন্ গুন্ মৌমাছি,
ফুলে ফুলে মধু লুটি,
পরাগে উঠেছে মেতে!
অবিরত হাকডাক,
অচেনায় বারবার!
উচ্ছিষ্টে নেই মান,
প্রভুত্বে ভরে প্রাণ !
মনটা দিল ভরিয়ে !
তাই দেখে করে মান,
কালো মেঘ ধরে গান!
গুড় গুড় মেঘ ডাকে,
ওই সুরে নাচে সাথে,
জল পড়ে টুপ্-টাপ !
ছাড়ালো পাখার বাহার,
ফাগুনে মেতেছে আজ !!
গুটি পোকা হামাগুড়ি ,
চলে সে ধিরি ধিরি !
থাকেনা সে দাঁড়িয়ে!
পাখামেলে ছোট ফড়িং
অনায়াসে যায় উড়ি ,
মেতেছে উল্লাসে !!
ছোট্ট ছোট্ট চামচিকি
জোনাকির মিটি মিটি ,
আলোতে দিলো ভরিয়ে!