স্বাধীনতার মানে
- রামপ্রসাদ (হলুদ ঘাস )
আমরা স্বাধীন,নইকো অধীন,
নেই শিকলে বাঁধা
স্বার্থ পুরাতে,হারাচ্ছি মানবিকতা,
নীতির গোলক ধাঁধাঁয়!
অবহেলা,লাঞ্ছনা,ধর্ষণ ,,,খুন
এটাই স্বাধীনতার মানে ?
প্রকাশ্যে আজও ধর্ষিতা নারী
সর্ব্ব শান্তি গঙ্গা স্নানে।
নেই স্বাধীনতা ছোট শিশুর,
হাসি-খুশি  নিয়মের ফাঁদে,
নিজের চেয়েও ওজন বেশী,
বিদ্যার বই কাঁধে,
নারী স্বাধীনতা আইনে বাঁধা,
অর্দ্ধ পোষাকে পণ্য,
স্বাধীনতা মানেই ভোগ-বিলাসী,
ভদ্র সমাজেই ধন্য।
শিশু ধারন থেকে শিশুশিক্ষা,
সবেতেই  তো নজরদারি?
দিন দুপুরে চুরি যায় শিশু,
খুন হয় কেন ভুরি-ভুরি ?
শিক্ষা স্বাধীন, ধর্ম স্বাধীন,
প্রকৃত শিক্ষার  অভাব!
স্বাধীনতা মানে পুড়িয়ে চেতনা
ধর্ষিতা নারীর  চিৎকার ?
নাগরিক স্বাধীন,নেতৃত্বের অধীন
এটাই বুঝি স্ব-অধিকার !
হাহাকার করে বোবা স্বাধীনতা
প্রতিবাদী ও বাকরুদ্ধ,
সস্তা স্বাধীনতা বিক্রি বিজ্ঞাপনে
ঐক্যতা করবে স্তব্ধ !