সারী সারী তাল গাছ আর নামহীন ফুল,
কলসি কাঁখে গৃহবধূ,দোলে  ঝুমকা  দুল!
আলতা রাঙা বধূর পায়ে,ঘোমটা দেওয়া মুখ ,
আঁচল ধরে ছুটছে খুকি ,মনটা ব্যাকুল !
শ্রাবনের হাসিতে  পূর্ণ পুকুর,
ছোটদের কোলাহল ,মিষ্টি দুপুর!
একে একে দেয় ঝাঁপ,জলেতে সাঁতার,
তাই দেখে হাঁসগুলি নিজেদের মাতায়!
সবুজ ফসল নোয়ায় মাথা, সোনার সূর্যি হাসে ,
বুকটা আমার ভোরে ওঠে,নির্মল বাতাসে !
ডালে বসে চড়ুই পাখি, করে কিচির মিচির   ,
গাছের ফাঁকেতে সূর্যির আলো,করে  ঝিকি মিকি  !!!