সেজেগুজে থাকি আমি ,
মনটাও আমার সবুজ ,
পাকা চুলে কালো মাখা ,
ফোটাই  প্রেমের  মুকুল  !
বয়েস আমার নয়তো  ষাট
নেইতো আমার জুড়ি ,
নিরামিষ আহারে তাই  ,
হারিয়েছে আমার  ভুঁড়ি !
গৃহিনী আমার ঘরের লক্ষ্মী
বাহন আমি পেঁচা,
সারা শরীরে লক্ষ্মীর গহনা
নয়তো মোটেই বোঝা ....!
বৌয়ের কর্ম , বৌয়ের ধর্ম ,
বৌ আমার বালির বাঁধ ,
পরের জনমে পাই যেন এমনি বৌ ,
আমার সাত জনমের সাধ ।