উদারতা
- রামপ্রসাদ (হলুদ ঘাস )


মাটি আমার মা,মাতৃ ভূমি আমার দেশ,
মা-মাটি,সবুজে ঘেরা নির্মল পরিবেশ!
ফসল ফলে ওই মাটিতে,সরল প্রাণের হাসি,
জন্মে ছিলেন এই মাটিতে দেশপ্রেমী-বীর সন্ন্যাসী  !


মাটি পুড়িয়ে অট্টালিকা,জন্ম দায়িনী'র লাঞ্ছনা ,
জন্মায় কন্যা সন্তান, সমাজ কেন সম্মান দেয় না ?
আইনি ফর্দে ছেলে-মেয়ে,সমান অধিকার ,
নাবালিকা ডুকরে কাঁদে,হচ্ছে বলাৎকার !


মেধায় করে মেথরের চাকরি,মূর্খ নেতায় চালায় দেশ,
ভুয়ো শংসাপত্রে শিক্ষা-সেবা, চরিত্র হিনের সাধুবেশ!


শাসক-শোষণ করছে চুরি প্রতিবাদী মনের স্বপ্ন,
টলছে যুব,বিক্রি নারী, সমাজ আজ বিপন্ন!


অর্থে আইন কুরে কুরে খায়, লাশ হয় প্রতিবাদী,
নরকের কীট খিল খিল হাসে গড়ছে ন্যায়ের সমাধী !


অকালে ঝরছে তরুণ প্রাণ,শুন্য কোলের হাহাকার,
অশ্রু চোখে ভেজায় আঁচল, চাই তার প্রতিকার !!!!


রক্ত ঝরা হৃদয় ব্যথা,ছন্দে দিলাম লিখে,
পোষ মানে হিংস্র  জন্তু  ,মানুষ যদি শেখে  ।