অভিমানী মন চায় একটু তোমার আলতো ভালোবাসা পেতে---'
প্রিয় মুখখানি ভেসে ওঠে মনের মণিকোঠায় স্বপ্নে---
আঙিনায় আসে চুপি চুপি আমার কাছে ধরা দিতে---
ঐ চোখের নেশায়-----
আমায় আষ্টেপৃষ্ঠে বাঁধে নিজের কামনার আগুনে----
হারানো আর পাওয়ার মাঝে দ্বিধা গুলো কেটে
যায় নিমেষে মিলন সুধা মত্ত হয়ে-----
অপেক্ষা করে দিবা রাত্রি সুযোগ খোঁজে
কাছে পাওয়ার আশায়-----
মাঝে মাঝে গভীর আবেগ তোমার রঙিন ঠোঁট
দুটো ছুঁতে চাই কামনার উল্লাসে----
তোমার উষ্ণ আলিঙ্গনে সারা শরীরে
উথালপাতাল  করে-----
সমুদ্রের ঢেউ আছড়ে পড়বে তখন আমার বুকে---
বিরহী হৃদয় ক্লান্ত চোখে ডুবে যাব প্রেম মদিনায়--- প্রশ্বাসের ঠাণ্ডা হাওয়ার কনকনে ঠান্ডায় আকুল মন গভীর প্রেমে হবে মগ্ন---
খোলা কেশ রাশি প্রেমের আকাশে ঘনাবে মেঘ, খুশির বৃষ্টিতে ভিজব তখন শুধুই দুজন  -----