অসহায় মাঝি
- রামপ্রসাদ (হলুদ ঘাস )


ছোট কুঁড়েঘর ,হাজারো পরশ,
ভালোবাসা দিয়ে গড়া !
পেটের ক্ষুধা,স্নেহের সুধা
অনাবিল হাসিতে ভরা !
ভোলে গৃহবধূ ,ভালোবাসায় শুধু,
গরিব মাঝির স্বপ্ন !
নেই জামদানি ,পরে তাঁত শাড়ি
নিজেকে করে ধন্য!
পুবের হাওয়ায়,কুঁড়ে ঘর তার
স্বপ্ন দিলো গুঁড়িয়ে !
হাজারো তারা ,দেয় পাহারা
আলোয়  দেয়  ভরিয়ে !
সূর্যের আলো ,ঘুচবে কালো
চাঁদের আলোয় ছাউনি !
নিভৃতে কাঁদে,মিলি এক সাথে
অসহায় মাঝি রমণী  !
আছে পারাপার,হয়নি উপায়
পাটাতনে গেছি ভাঙি,
হাঁকে ওই পারে,থাকে সে চুপ করে,
নিজেরে  দিচ্ছে ফাঁকি !
সুদখোর মহাজন,ধরে সে দৃঢ়পণ,
বকেয়া টাকা শুধবেই,
ছিল ভাঁড়ে টাকা,যায় না তো রাখা ,
আছড়ায় মাটিতেই !
সবারে করি পার,নিজে হবে উদ্ধার ,
নিঃস্ব মাঝি ভাই ?
গরিবের ভগবান ,রাখবেই মান ,
ঈশ্বর আছেন সর্বদাই !!!