হাজারো আঁচড় বুকের ভেতর
রং ঢেলে দিয়ে মনে ,
হাতের পরশ প্রাণের হরষে
শব্দ বর্ণে ভরিয়ে !
ক্ষনিকের ভাবনা চুপি চুপি আনমনে
খস খস সুরে ওঠে মেতে,
হৃদয়ের ব্যথা শত পুঁথি ঢাকা
আঁধারে যেত হারিয়ে !
বুকের বেদনায় অশ্রু ঝরানো
সৃষ্টিকে করেছি ধারণ,
সার্থক আজি এ জীবন মোর
নিজেকে করেছি ধন্য !
কবির কল্পনা পেয়েছি এ বুকে
কলমে পূর্ণ জীবনদান,
স্মৃতি হয়ে থাকবে মনের গহনে
টুকরো কাগজের মান !!