এসেছে মহামারী এসেছে মহামারী,
নিস্তব্ধ হয়ে গেছে এই পৃথিবী।
সচল এই পৃথিবীটা,
কেমন জানি হয়ে গেছে অচল।


রাস্তায় দেখতে না পাই কোনো মানুষ,
না দেখি কোনো জন্তু।
চারিদিকে দেখতে পাই শুধু,
মানুষের হাহাকার আর মৃত্যুর আহাজারী।


আজও হাসিমুখে, অক্লান্ত পরিশ্রম করছে,
নিরাপত্তাকর্মী ও স্বেচ্ছাসেবকরা।
আজও হাসিমুখে, সেবা দিয়ে যাচ্ছে
মানবদরদী সেই চিকিৎসকরা।


কখনো ভুলব না,
তোমাদের এই মহান অবদান এই দুর্যোগ সময়ে।
আমরা করব জয় মহামারী,
তোমাদের এই মহান অবদানে।


হে মহানব্যক্তিরা,
তোমাদের জানাই সালাম।
ভালোবাসা অবিরাম তোমাদের প্রতি।


কবে সুস্থ হবে পৃথিবী,
সবাই যে রয়েছে তোমার সুস্থ হওয়ার অপেক্ষায়।
ক্ষমা করো আমাদের স্রষ্টা,
সুস্থ করে দেও তোমারি সুন্দর ধরনী।


তোমারি দয়ায় সুস্থ হবে পৃথিবী,
আমরা মেতে উঠব খেলায়।