আকাশ থেকে আলাদা করে নেবো তোমায়
বৃক্ষে আচ্ছাদিত সবুজে প্রসারিত
নতুন নতুন বৃক্ষরাজি নাম না জানা ফুল
প্রজাপতির রঙবেরঙ এর পাখায় সমৃদ্ধ হবে আকাশের সমতট।
শুকনো পাতা বিছিয়ে রাস্তা ঘাট
নতুন এক মহিমা তৈরি করবে
এ-এক প্রাকৃতিক গালিচা হবে
তোমার কোমল নরম পা
মোহিত হবে তুমুল
স্পর্শ করবে আমার নিম্নভূমি।
আমি সবুজে একটা ঘর বানাবো
তার পর তোমায় নিয়ে আমাদের নিয়ে একঘরে হবো
এই সভ্যতা থেকে,
এই ভাবে বাহাত্তর টি বছর
তার পর মৌন হবো
এক সঙ্গে এই জীবন থেকে।