কবিতায় যদি নাচাতে না পারি
আঁকতে না পারি  শৈল্পিক প্রাচুর্যে ভরা মুখশ্রী


যদি বুঝতে না পারি
কর্ণলতিকায় ঝুলন্ত কাঠগোলাপের ভাষা
সমুদ্র উঠোনে জ্বলন্ত রারীন্দ্রিক পাশা।


যদি অধরাই থেকে যায়
কেশি বন্ধনে রক্ত জবার ঘ্রাণের  নিশা
ধুলো উড়িয়ে যুগল চরণে প্রাণের দিশা।


যদি দৃষ্টিগোচর না হয়
শাড়ীর ভাঁজে শরীরের ভাঁজ
যদি শুনতে না পায়
পিপাসা কাতর কর্ণ যুগলে
নূপুরের আঁচ


যদি নাচাতে না পারি
আঁকতে না পারি শৈল্পিক প্রাচুর্যে ভরা মুখশ্রী
আবার জন্ম নেব , কবি হব , কথা দিলাম.........