তোমার ফ্ল্যাটের অনেকটা জায়গা জুড়ে আমি বসবাস করেছি।
বসবাস করেছি তোমার বুকের খানিকটা নিচে।
শুধু কি তাই!


কত উচ্চ স্বরে চিৎকার দিয়েছি, লাথি মেরেছি, কত- কতইনা সমস্যা আমি করেছি তোমাকে।
অথচ কখনো মুখ ফুটে বলনি- বিদ্যুৎ বিল দাও! পানি বিল দাও! এমনকি বাসা ভাড়াটাও চাওনি।


যখন বিদ্যুৎ চাওনি, পানি বিল নাওনি- তখন কিছুটা খেয়ে থেকে আমি খানিকটা বড় হয়েছি।
যখন খানিকটা বড় হয়েছি,তখন দিতে শুরু করলাম কিল, ঘুসি কামর- আর উচ্চস্বরে চিৎকার দিয়ে বলতে শুরু করলাম।
আমাকে আবদ্ধ করে রাখা হয়েছে, আমি মুক্তি চাই, আমি স্বাধীনভাবে বাঁচতে চাই! আমি স্বাধীন ভাবে বাঁচতে চাই...


তখন তোমার ফ্ল্যাট থেকে আমাকে বের করে দিলে!
যখন তোমার ফ্ল্যাট থেকে আমি বের হলাম,।
তখন পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমি হাউমাউ করে কেঁদে উঠলাম..
হাউ মাউ করে কেঁদে উঠলাম...🍀🌹🌷😭


বিশেষ দ্রব্যষ্ট: প্রতিটা মা দশ মাস, দশ দিন সন্তানকে গর্ভধারণ করেন। গর্ভের মধ্যে থাকা অবস্থায় সন্তানের ভুল কিংবা সঠিক চিন্তার বহিঃপ্রকাশ এই কবিতাটি এর সঙ্গে উঠেছে পৃথিবীর প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের কথা।


-রানা বর্তমান (নাট্য নির্মাতা ও লেখক)
নিকেতন গুলশান ঢাকা বাংলাদেশ।