তুমি আমার প্রিয় কাউয়া,
কারণে অকারণে কা কা করি।
আমি তোমার কাক পাখি,
তোমার ক্ষুধায় আমি মরি।


ভালবাসার ফালি ফালি,
মুখে আসে হরেক গালি।
খূচরা প্রেমের খুনি আমি।
চাই প্রেমের সমস্ত ঢালি।


তুমি আমি কাক কাউয়া,
শুধু দুজন দুজনার।
সাদা সাদা কালা কালা
আমি যন্ত্রণার  চিত্রকার।


বিশেষ দ্রবষ্ট: কাক এবং কাউয়া দুজনার বিরহের প্রেমের কবিতা। প্রেমিক প্রেমিকাকে কাক এবং কাউয়ার সঙ্গে তুলনা করে আমার এই লেখ্যরুপ।
-রানা বর্তমান ( লেখক ও নাট্য নির্মাতা)
নিকেতন, গুলশান, ঢাকা বাংলাদেশ।