বর্তমানে অনেকেই বলে,
সুন্দরীরা পালটে গেছে বড্ড।
যুগের তালে তাল মিলিয়ে,
আজ নাকি অখাদ্য।


যেতে যেতে ভিড় পথে,
লেংটা সুন্দরীদের শুনি চিৎকার।
এক দল সুযোগ পেলেই,
ধর্ষণ করে দেয় আবার ধিক্কার।


আমার বিশ্বাসের সরু গলি,
সাজানো আবেগের ছন্দে।
আবেগ মাখা ভালোবাসা হারিয়ে যায়,
মদ আর সিগারেটের গন্ধে।


আমার কুঁড়েঘরে বৃষ্টি পড়ে,
থালা বাটির ঝংকার।
ওয়েস্টিন, সোনারগাঁয়ে,
সুন্দরীর আভিজাত্য সংসার।


সুন্দরী অতি আধুনিকাতায়,
ওয়েস্টার্ন সাজেই সাজে।
আভিজাত্যের রেস্টুরেন্ট নয়,
আজও প্রেম কিন্তু বিশ্বাসেই বাঁচে।


-রানা বর্তমান ( লেখক ও নাট্য নির্মাতা)
নিকেতন, গুলশান, ঢাকা বাংলাদেশ। 🟥