তুমি কি আমার প্রিয় কুত্তা হবে?
আবেগমাখা ঘেউ ঘেউ চিৎকার হবে?
চলো তুমি আমি এক ইতিহাস হই ,
সমগ্র বিশ্বে অবাক এক গল্প হই?


তুমি কি পাগলাটে তেজি কুত্তা হবে ?
আমার জন্য ঘাড়তেড়া লড়াকু হবে।  
ঘেউ ঘেউ করে সারাজীবন-
তোমার আমার ঝড়গা হবে।


তুমি কি আমার ক্ষ্যাপাটে কুত্তা হবে।
লুচ্ছার উপর ক্ষিপ্ত হয়ে ঝাপিয়ে পরবে।
দেহলোভীদের কামড়ে কামড়ে ছিড়ে খাবে।
রক্তাক্ত করবে লালসাময় শকুনদের।
ঘেউ ঘেউ চিৎকারে স্তব্ধ করে দিবে ধর্ষকদের।


তুমি কি আমার কুত্তাবর  হবে?
ঘেউ ঘেউ শব্দের সানাই হবে?
চলো আমি তুমি ঘেউ ঘেউ করি।
সমগ্র বিশ্ব ভালোবাসায় গড়ি।


🔴 বিশেষ দ্রবষ্ট:


এটি একটি  নারীবাদী কবিতা , একজন নারীর আত্ম হাহাকার, ক্ষোভের বহিঃ প্রকাশ। একজন নারীর অবহেলার নিরীক্ষে রচিত আমার এই কবিতা " তুমি আমার কুত্তা "
-রানা বর্তমান ( লেখক ও নাট্য নির্মাতা)
নিকেতন, গুলশান, ঢাকা বাংলাদেশ।