আজ কাব্য রচিবো আমি,
মনের সব আবেগ ঢেলে দিবো তাতে।
যে ভাবনাগুলো দিনরাত অন্তরে ঘুরপাক করে
তাই দিয়ে আজ কাব্য রচিবো।
প্রথম প্রেমের সেই স্মৃতি নিয়ে
পশুর রক্তে লেখা চিঠি দিয়ে
তোমাকে প্রেম নিবেদন করার কাহিনীকে
আমার কবিতায় ঠাই দিবো।
গোধুলী লগ্নে তোমার এলোকেশে
আঙ্গুলি করার কথাকে ছন্দ বানিয়ে
রোমাঞ্চকর প্রেমের কাহিনী লিখবো।
দূর পাহাড়ের মাঝে হারিয়ে যাওয়ার গল্প লিখবো,
লিখবো ঢেউয়ের তালে সমুদ্রস্নানের উচ্ছল কবিতা।
জীবনের শেষ বেলায় একটু ভিন্নভাবে
বুকে দাগা দিয়ে,
নয়নের জল ফেলে
তোমার চলে যাওয়ার কাব্য লিখে
বালিশের তলায় রেখে চলে যাবো
না ফেরার দেশে।
যদি পারি,
তবে সেখানেও লিখবো কাব্যিকতায়
তোমার প্রতি……………