মা আমি আসছি
     -রানা চৌধুরী
***********
আজি স্বপনেতে দেখিনু মোর মায়ের মুখখানা,
আমার জন্য মা যে আমার করতেছে কান্না।
পাঁচটি মাস হয়ে গেল আছি দুর দেশে,
আমার শোকে কেন দেখলাম মাকে কান্নার বেশে?
দিবানিশি মা কি তবে কান্দে আমার লাগি,
আমারও যে কান্না এল উঠলাম যখন জাগি।
অঝোর ধারায় কাদল মায়ে ভিজালো তার বুক,
আমায় দেখতে পেলে বোধ হয় মনে পাবে সুখ।
সব দুঃখ সওয়া যায় তোর কান্না সওয়া যায় না,
তোমার জন্য শহরে আর মন টিকতে চায় না।
তাইতো আমি থাকব না এই শহরেতে আর,
তোমার কথা মনে মাগো পড়ছে বারেবার।
মা আমি আসছি ফিরে তোমার বুকের মানিক,
পথ পানে চেয়ে তুমি অপেক্ষা কর খানিক।