এ এক চলমান ছবি (04-12-2017)
রণজিৎ মাইতি
--------------------
এ এক চলমান ছবি
জলছবি বা অশরীরী নয়
রেখাচিত্রে বাস্তবতা আছে ।
হায় ! কোথা তুমি পাঞ্চালী ?
আজও চিত্রার্পিতের মতো স্থির
জানি তোমার আঙুলের মুদ্রায় বিরোধীতা ছিলো
তবু আজও কালো কাপড়ে মুখ ঢাকে পূর্ণাবয়ব চাঁদ


যেদিন তুমি বেরিয়ে এলে সুজেট
তখন কতো কথা
এতো রাতে তুমি কি করছিলে নারী ?
কুলাঙ্গনা কখনো বারে যায় বা ডিস্কো থেকে ?
নানান প্রশ্নে বিদ্ধ হলে তুমি  
তোমার পোশাক,তোমার হাঁটাচলা
সবই সমালোচনার বিষয় হয়ে উঠলো
জানি তোমার অসহায় চোখ
তখন একজন পুরুষ খুঁজছিলো
কোথায় পাবে সুজেট
এ যে ভারত ভূমি
পাঞ্চালীও খুঁজে পায়নি
যাকে ধর্মপুত্র বলে জানি
পতিত্বে বরণ করেছিলো
একবার,একটি বারের জন্যেও জানতে চায়নি তোমার মত
আসলে পুরুষ ধরেই নেয় নারী তার সম্পদ
তারও যে স্বাধীন মত থাকতে পারে
তার ইচ্ছে,অনিচ্ছে
না,আজও পুরুষ মানতেই চায়না


জানি ভালোবাসার পরাজয় দেখে
তুমি লুকিয়ে লুকিয়ে চোখের জলে ভেসেছো
তবু একবারও তোমার চোখের দিকে তাকায়নি তোমার পঞ্চস্বামী


হায় পুরুষ ! তোমরা কি এতোই দুর্বল ?
নারীকে একা পেলে মাথার ঠিক থাকেনা  
লালসায় নোলা সুক্ সুক্ করে
তাই এতোই বাহানা
নারীর ঘাড়ে সমস্ত দোষ চাপিয়ে
নিজেদের কি সাধু প্রমাণ করতে চাও ?
বরং স্বীকার করো তোমরা কাম তাড়িত
তাতে নারী জেনে যাক
আর পাঁচটা জন্তুর মতো
পুরুষও একটা হায়না


হায় ! আজও এ ছবি চলমান ছবি
জলছবি বা অশরীরী নয়
রেখাচিত্রে বাস্তবতা আছে