এ এক অস্থির সময়  (04-08-2018)
রণজিৎ মাইতি
--------------------
তালগোল পাকিয়ে যাচ্ছে সমস্ত মত ও পথ
অথচ বুক ফুলিয়ে সবারই হাজারো দাবী
কে যে সত্যিকারের পথের দিশারী বোঝা বড় দায়


লংকা ফেরত বানরসেনা দাপিয়ে বেড়াচ্ছে ভারত ভূমি জুড়ে
হে মানব কলা খাও,প্রতিষ্ঠা করো রামরাজ্য
একটাই সুবিধে মানুষের স্মৃতি খুবই দুর্বল
অগ্নিপরীক্ষা দিয়েও সীতার স্থান সেই দানব রাজ্যে  
প্রশ্ন তোলার কেউ নেই,আছে কেউ ?  
হে সতী ! কেন এই হাল মেনে নিলে জনক দুহিতা ?
অভিমানে ?
বামাচারীর মুখও ভোঁতা,দক্ষিণ হস্ত দুর্বল হতে হতে দিশাহীন
অথচ গরীব পিছু হটতে হটতে এখন প্রান্তিক


হে গণতন্ত্র,মানুষ খুব বেশি কি কিছু চেয়েছিলো ?
দু-মুঠো ভাত,আত্মসম্মান আর শান্তির ঘুম
সব গুলিয়ে যাচ্ছে,এ এক অস্থির সময়