এ গন্ধে মানুষ পোড়ে (28-06-2017)
রণজিৎ মাইতি
---------------------


ধুপদানে ধুপ পুড়ছে
পারফিউমের বোতল খোলা
ছড়িয়ে পড়ছে সুগন্ধি


ভরা পুকুরে একটা ঢিল পড়তেই
তরঙ্গ দুরে সরে সরে যাচ্ছে


তখন কিছু মানুষ শুকছে--
জন্মসূত্রে পাওয়া জাতপাতের গন্ধ


যখন তা ছড়িয়ে পড়ে
রূপ নেয় দাবানলের
পোড়ে সমাজ সংসার


ধুপ পোড়ে
ফুলও সুবাস ছড়ায়
জাতের গন্ধে আজও পোড়ে মানুষ