এ জীবন চরম বিষ্ময় (06-12-2017)
রণজিৎ মাইতি
--------------------
এ জীবন চরম বিষ্ময়
তিন তিনটে চাটি দিয়ে শমে ফিরে গেলো
এ কি তবে যবনিকা পাত ?


আস্তিন গোটাতে গোটাতে
শমি বৃক্ষের তলে বসে সুখটান দিই কেন্দু পাতায় মোড়া তামাক চুরুটে
যদিও এখন অন্য রেওয়াজ
উদ্ভট ভাবনার সময় কোথায় ?
কৃষ্ণানুরাগে ভাসতে ভাসতে
অনির্মেষ তাকিয়ে থাকি গাছ তলায় ঝরে পড়া পাতার দিকে
চোখের সামনে মেলে ধরি শ্রীমৎভগবৎ গীতা
উফ্ কী নিদারুণ পরিণতি ! বৃন্তও হয়েছে হলুদ


যদিও তামাকের প্রতিটি টানে খক্ খক্ ,খুক্ খুক্
শ্বাস যন্ত্র বেরোতে চায় দেহের বাইরে
ঠেলে নিয়ে যায়,ঠেলে ঠেলে নিয়ে যায় চূড়ান্ত অন্তিমে
চোখে দেখি হলদে সরসে ফুল ,বিকশিত ফুলদল সবই মলিন
তখন হৃদয় কি কিছু বলে ?
কিছু কথা বলেছে কি গোপনে গোপনে  ?
জাদুঘরে সংগৃহীত পুরনো দলিল
ঝুরোঝুরো হয়ে খসে পড়ে
মাঝে উড়ে এসে জুড়ে বসে আগামী পৃথিবী।