এ জীবন মায়াময় আলো(13-10-2018)
রণজিৎ মাইতি
--------------------
ভালো না বাসতে চাইলেও
ফিরতে হয় সেই ভালোবাসারই কাছে
তলিয়ে দেখতে গিয়ে বুঝি প্রেম সতত সবুজ
গাঢ় হতে হতে ঠিক জলপাই রঙ


আজও সবুজ ভুলে বাঁচতে কি শিখেছে জীবন ?
এক হাতে প্রযুক্তি,অন্য হাত ছুঁয়ে থাকে অপত্যের হাত
আর মাথার উপরে নীলাকাশ,নিচে গভীর গহীন বনানী
তার হৃৎস্পন্দন,পাতায় পাতায় মর্মর ধ্বনি
ভুলতে কি পারি,কেউ কি পেরেছি এই পৃথিবীতে ?
হা কৃষ্ণ,হা কৃষ্ণ !কৃষ্ণময় ধরা
প্রেমে,বিরহে,অভিমানে
সুখে দুঃখে,অসহ যন্ত্রণায়
তবু,বয়ে যায় মোহনার দিকে জীবন নামের নদীটি


অস্বীকার কিভাবে করি চেনা রক্তকে ?
তার ছান্দিক ঢেউ,গাঢ় লাল রঙ
পেশিকলা,স্নায়ুকোষ,উর্বর মগজ
প্রতিটি কোষে কোষে রহস্য রোমাঞ্চ
কোন বার্তা বয়ে আনে আকাশে বাতাসে ?
রোবোটীক যাপন,নাকি অন্য কোনও ভাষা !
শুনি কান পেতে,প্রকাশ্যেই বলে যায় সুস্পষ্ট ইঙ্গিতে
আসলে এ জীবন মায়াময় আলো