এ কি এমন রঙ্গ ! (27-10-2018)
রণজিৎ মাইতি
--------------------
বাগানে একটা ফুল ফোটাতে গেলেও কীটনাশক প্রয়োগ করতে হয়
মাছের বাজারে বিনে পয়সায় মেলে ফর্মালিনের গন্ধ
আর সবজির বাজারে রঙের ক্যারিশমা
বঙ্গের এই রঙ্গ এখন নীরবে দেখার সময়


কোথাও কি কেউ শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছে ?
বরং সোজা কথা সোজাসাপ্টা বলাই রেওয়াজ
প্রকৃতি ও সাধের সভ্যতা সম্পূর্ণ আভরণহীন
বাঁ হাতের দক্ষতায় পাড়ার জগাদাও পৌঁছে যায় সাফল্যের শীর্ষে
এটাই এখন স্বচ্ছ ভারত


অগ্নিমূল্যের বাজারেও সহজেই পেতে পারেন বাঘের দুধ
ফেলো কড়ি মাখো তেলের যুগে অসম্ভব শব্দটি নেই অভিধানের পাতায়    
চতুর প্রচার কৌশলের যুগে পণ্য বিকোয় জলের দরে
দেখি টু ইন ওয়ানের তামাশা
হক কথা বলুন একা একা ঘরের কোণে
অধুনা এটাই গণতন্ত্র


তাকিয়ে থাকি আবারও আগামী উনিশের দিকে
হয়তো ভোট,জোট,ঘোঁটরঙ্গ দেবে নতুন সকাল
শৃঙ্গের প্রত্যাশায় আরোপিত অন্ধকারে হেঁটে
শেষে দেখি,এখনও রক্তের বাজার গরম