অবস্থান ও সময়(26-03-2019)
রণজিৎ মাইতি
--------------------
এক বিষন্ন দাঁড়কাক এসেছিলো আমার উঠোনে
কালরূপে হানাদার দেখে গেছে স্বরূপ ও অরূপরতন
একই সময়ে সে তোমার আঙিনাতেও টুঁ মেরে গেছে
এই কালবেলা বড়ো বিবমিশাময়


কতো দূরে দুটি বাড়ি একে অপরের
যোজন দূরের পথ পাড়ি দিতে সময় কি লাগে না !
অসম্ভব মনে হয়,কাকতালীয় নয়
যেমন মানুষ জঙ্গম হলেও সময় সচল
কখনও স্থির নেত্রে চেয়ে দেখি সময়ের কাঁটা থেমে গেছে
যেমন দেহের বয়স বাড়ে;মন থাকে মননে সবুজ