অদ্ভুত(10-01-2020)
রণজিৎ মাইতি
-------------
নিম্নচাপ যতোই ঘন হোক বেশিদিন স্থায়ী হয়না;
তেমনই শীত কিংবা অসহ নিদাঘ।


যেমন আমিও খুব বেশি কাঁদতে পারিনা
অবকাশে সুন্দরের পলিশ দিই হাসির ওপর
শস্যহীন ছাদে কখনও কি বসে সুখের পায়রা ?
তবু,বারোমাস্যা জুড়ে এক অস্থির সন্ধান !

ফাগুন হারিয়ে যায় বোঝার আগেই!
ঝরা পলাশ,কৃষ্ণচূড়ার শোকে ও স্মৃতিতে আমাদের বসন্ত যাপন
হেমন্তের হিমে,শরতের শিউলি তলায় আমরণ খোঁজ করি নৈব্যাক্তিক প্রেম


মানুষের স্বরলিপি বড়োই অদ্ভুত
সব কিছু জেনে বুঝে বিকশিত শতদলে যতো অনুরাগ
ঋতুর মতোই সেও ঋতুকথা লেখে
গোলাপজলে সারে সেরা রূপটান
টানটান উত্তেজনা ও বিষাদ ছুঁয়ে যায় বেডরুম থেকে বাথরুম
যদিও দূর থেকে খেলাঘর ব্যাবিলন ভাবি


উফঃ আশ্চর্য উদ্যানটি আজও তেমনই ভাসমান
গাণিতিক শূন্যের মতো মহাশূন্যে যেমন  ভাসছে মানুষ!