অধার্মিক
রণজিৎ মাইতি
--------------------
মানুষের ধর্ম আছে;
যতোটা ধর্ম আছে,তার চেয়েও ঢের বেশি ধর্ম উন্মাদনা


ভাতের কোনো ধর্ম নেই;
তাই জাতপাতে তার কোনো ছুতমার্গও নেই
তরলমতি জলের মতো ক্ষুধা অভিমুখ


ক্ষুধার কি ধর্ম আছে?
ক্ষুধা তো সবুজ পাতা,চিরহরিৎ বৃক্ষ শরীর;
ভাত ও ক্ষুধার তাই অমিয় মিত্রতা।


মানুষের মিত্র নেই!
যাদের ধর্ম থাকে,তাদের মিত্র থাকেনা;
তেল কি কখনও হয় অধার্মিক জলের মিত্র?
বরং তার বুকের গভীরে বাঁচে দ্বন্দ্ব সমাস,লৌকিক অনল


তবুও মানুষ আজও ধর্ম অভিমুখী;
যদিও ভাতের কাছে শিক্ষা নেওয়ার মতো তার আজও কোনো ধর্ম নেই,ধর্মগ্রন্থ নেই!


(08-08-21)