অধুনাতন (13-08-2019)
রণজিৎ মাইতি
--------------------
সবারই এক কথা,মুখে হা-হুতাশ
সবকিছুই বদলায়,দেশ সনাতন
দশের মুখ ও দেশ একাকার
সাবেককাল থেকে অধুনা অবধি

যদিও শ্রাবণের বৃষ্টি ঝরে হাড় কাঁপানো শীতে
নিদাঘ দীর্ঘ হতে হতে ছুঁয়ে ফেলে পৌষ
পৌষের সাথে সর্বনাশের সম্পর্কও কি এতোই নিবিড় ?  
ধোপে টেকেনা তখন কোনও কবিরাজী
বরং সমাজের মাথায় বসে ঘোরায় লম্বা ছড়ি
ক্যালেন্ডারের পাতা জুড়ে তবে এ কিসের কার্ণিভ্যাল ?


অবশ্য কুকর্মের ফলভোগ আপ্তবাক্য নয় বলেই
মৌমাছি আজও ওড়ে গোলাপ বাগানে
শিশু ঝাঁপিয়ে পড়ে মায়ের বুকে
উঠোনে রান্নাবাটি,এক্কাদোক্কা খেলে
নুড়ি পাথর জমিয়ে রাখে জামার পকেটে
আসলে শাশ্বত চেনা সুরও পৌষালী রোদের মতোই আভরণহীন