আগামীর দিকে তাকাই না (03-01-2017)
রণজিৎ মাইতি
--------------------
আগামীর দিকে তাকাই না ,
অতীত থেকে চুইয়ে আসা রক্তে যেটুকু উর্বর
সে মাটিতে চাষ করে যাই---
কচুশাক,আলু,পুঁই আর পাতি লেবু।
গড়িয়ে গড়িয়ে রক্ত কোথায় যে যাবে !
উফ্ ! এতো অন্ধকার,এতো অনিশ্চয়তা
অন্ধকারে ঢাকা--- কাঠ,খড়,মাটি ।


কিছুটা অমোঘ টান,সামগ্রিক ঢেউ
সার্বজনীন সেতু,গণতান্ত্রিক  
সেখানেও স্রোত আছে,টেনে নিয়ে যায় মোহনায়
কিছুটা উচ্ছ্বাস আছে,সাংকেতিক কথা
ঢেউ,স্রোত,জ্বালা,পোড়া
পোড়া বেগুনে আজ ভর্তা বানাই


কে খাবে জানো কি তুমি ?
দ্বিতীয়ার চাঁদ ডুবে যায় রাতের প্রথম প্রহরে
আমি পরশুরাম পরশুরাম বলে ডাকি,পাড়াতুতো ভাই
হায়,কখন যে ঘিরে ফেলে দেহ অপার গ্রহণে !