আগুন ও বরফ(22-12-2018)
রণজিৎ মাইতি
--------------------
মানুষ ও আগুনে কোনও দেখি না তফাত
জন্মেই কি অভাবনীয় সর্বগ্রাসী ক্ষুধা লেখা হয়ে গেছে  
হৃদয়ে প্রেমের তৃষ্ণা,মগজে জ্ঞানের
কখনও ধিকিধিকি জ্বলে,লেলিহান শিখাও দেখেছি
দ্রোহের অপর নাম জ্ঞান,চেতনাকে প্রজ্জ্বলিত করে
ভীমকে দেখেছি,মধ্যম পাণ্ডব।দ্রৌপদীর অপমানে কি ভীষণ দ্রোহ জেগে ছিলো
বুকে প্রিয়তমা পাঞ্চলী,মগজে আগুন নিয়ে
দুঃশাসনে করে গেছে ছাই


আবার মানুষই হতে পারেন বরফ শীতল
শীতলতার অন্য নাম ক্ষমা,মহা বলশালী
যে ধ্বজা পতপত উড়েছিলো যুধিষ্ঠিরের হাতে  
চরম দুর্দিনেও তিনিই হিমশীতল,আশ্চর্য নির্লিপ্ত ও লক্ষ্যে অবিচল
যেমন সাহিত্য ও বিজ্ঞান দুই ধারা,দ্রোহের মতোই ক্ষমাও আর এক সবল পথ।
ইতিহাসের দীপশিখা আজও প্রজ্জ্বলিত আছে বরফ ও আগুনের আপন ঐশ্বর্যে।  
মুদ্রার এক পিঠে ক্ষমা আর অন্য পিঠে দ্রোহের আগুন নিয়ে--
এই আধুনিক ভারতেই জন্মেছেন যুধিষ্ঠির রূপে মহাত্মা গান্ধী আর ভীম রূপে নেতাজি সুভাষ
তাই বরফ ও আগুন দুই মহাজ্ঞানী পথ আজও অমর অক্ষয়