এক আকাশ ব্যথা (16-06-2018)
রণজিৎ মাইতি
--------------------
মানুষের জন্যে বুকে এক আকাশ ব্যথা জমে আছে,
এক আকাশ ভালোবাসা,এক আকাশ প্রেমের আগুন।
নিবিড় সান্নিধ্যে এলে---
বোঝা যায় রসায়ন,জানা যায় ভৌত আকাঙ্ক্ষা।
বাইরে বেরিয়ে দেখি উত্তাল তরঙ্গ,
ভেতরে কখনও মৃদু,কখনও উন্মত্ত লহরী।
তখনও অদম্য বাসনা প্রাণে,যেমন প্রতিটি জীবের---।
মৃত্যুর আগের মুহূর্তেও---
কোনও জীব কখনও ভাবে কি তাকে এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে ?
বরং দশ-পা এগিয়ে গিয়ে জীবনের প্রয়োজনে ফিরে আসে এক-পা,এক-পা করে।


তবুও অমৃতের সন্ধানে করে সমুদ্র মন্থন,  
ভুলে যায় মিথলজি,সুরাসুরের হাল;  
অনন্ত দুঃখের সাগরে ভাসে পালছেঁড়া তরী।
আমি নই ব্যতিক্রমী,ছাপোষা তাদেরই একজন  
তাই মানুষের জন্যে বুকে এক আকাশ ব্যথা জমা হয়