আকাশ ও রঙ (22-03-2020)
রণজিৎ মাইতি
-------------
হঠাত্ সেদিন আকাশ দেখে উঠলো জেগে বোধ
কতো যে রঙ যায় না গোনা নিবার হলো ক্রোধ
শূন্য ঘরে রঙ তুলিতে যেই না আকাশ আঁকি
আমি যেমন আমার মতোই বাদবাকি রঙ ফাঁকি
যদিও আমি আমার রঙে আটকে থাকি স্থির
অপর সকল এগিয়ে চলে আমিই কেবল ধীর
জগত জুড়ে রঙের মেলায় যে জন অংশ নেয়
সামাজিক ও সভ্য বলে সমাজ তকমা দেয়
আসুন সবাই সেই আকাশে রাখি হাতে হাত
বিচিত্র রঙ বিচিত্র ফুল ফুটছে দিন ও রাত