আকাশে আকাশে কথা (18-11-2017)
রণজিৎ মাইতি
--------------------
একটা আকাশ ফাঁকা
অন্য আকাশে ঘন মেঘ
ঝরে পড়ে টুপটাপ লবনাক্ত জল


কতো কথা মনে পড়ে
কতো কথা আজও বাকি
সব ফাঁকি সব শূন্য,শূন্যগর্ভ মেঘ


কিছু কুঁড়ি,কিছু ফুল ফুটে আছে গাছে
পরাগের লোভে মৌমাছি কাছেপিঠে ওড়ে
আর আছে ফুলের সুবাস,আজও ছড়ায়


এতো কিছু ঘটে যায়
ফাঁকা আকাশ কিছুই কি জানে,বোঝে ?
বাইরে প্রবল হাওয়া,জলগর্ভ মেঘ ।