আকাশে মেঘ জমলে(22-10-2017)
রণজিৎ মাইতি
--------------------
আকাশে মেঘ জমলে কেমন বিষন্ন হয়ে যাই।
ছায়াহীন হয়ে যায় ধরা,
অধরে যেটুকু ধরা ভয়ে কাঁপে থরোথরো ।
তখন বাড়ির পুষ্যি বেড়ালটিকেও অচেনা লাগে।
নিজেকেই কেমন অচেনা অজানা মনে হয়।


চুইয়ে চুইয়ে যেটুকু আলো আসে,----
ঢুকে যায় বীজের গভীরে।
বীজগণিতের নিয়মে সমাধান করি এক্সের মান।
কল বেরোতে দেখে মেপে নিই অম্লজানের ঘনত্ব।
এখন এসব ভাবনা ভাবা কী সমীচীন হবে ?


ভাবতে ভাবতে উড়ে যাই অতীত পাতায়
দেখি আলো নিরপেক্ষ কিছু ছায়া ঘাপটি মেরে আছে
জানিনা পক্ষে দাঁড়াবে না বিপক্ষে যাবে
যেখানে দাঁড়াক,যেনো বেলফুল বা রজনীগন্ধার মতো--
এ ছায়া নাক ছুঁয়ে যায় ।