আলাদিনের আশ্চর্য প্রদীপ(08-04-2018)
রণজিৎ মাইতি
--------------------
কতোটা নাছোড় হলে---
মাটি কাঁমড়ে পড়ে থাকে মাটি !
তুমি কি ধৌম্য শিষ্য বালক আরুণী ?
ঘাম,নুন,চোখের জলও উজাড় করে দিয়েছো নৈবেদ্য


পরাজয় থেকে আপ্তবাক্যে রেখেছি ভরসা
হে পরমা সুন্দরী,প্লিজ ঘোমটা সরাও
ছুঁয়ে দেখি বিগ্রহের আসল রূপ;অনিন্দ্য ভাস্কর্য  


আজও মহাফেজখানা বন্দী আলাদিনের আশ্চর্য প্রদীপ  
রূপসী চাঁদের মতো মায়াবী জ্যোৎস্না বিলায়
নির্লিপ্ত তাতহীন মোহপাশে বাঁধে  
আসমুদ্র হিমাচল আশার ছলনে ভুলেও সঙ্কল্পে অটুট  
কোথায় হে আরুণী অথবা উদ্বালক বীর
বাঁধ মানে জাঙ্গাল,এসো আজও বীরদর্পে প্রতিরোধ গড়ি